এইচএসসির ফলাফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী, জানা যাবে যেভাবে

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৬, ২০২৩
০৪:২৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৬, ২০২৩
০৫:৩৩ অপরাহ্ন



এইচএসসির ফলাফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী, জানা যাবে যেভাবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। -ফাইল ছবি


উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ  রবিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন।

এর আগে সকাল ১০টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যানেরা।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বেলা ১১টায় শিক্ষার্থীরা ফলাফল পাওয়ার কথা। তারপর বেলা দুইটায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ ইআইআইএন (প্রতিষ্ঠানের নম্বর) ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে ফলাফল তালিকা ডাউনলোড করতে পারবে। অনলাইনে বা ১৬২ নম্বরে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে সাধারণ বোর্ডের অধীনে ফলাফল পেতে শিক্ষার্থীদের এইচএসসি, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, এরপর রোল নম্বর ও বছর টাইপ করে ১৬২ নম্বরে পাঠাতে হবে।

গণভবনে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঠিক সময়ে ফল প্রকাশের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আবারো অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে। এর মধ্যেও ঠিক সময়ে ফল প্রকাশের কারণে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা কাঙ্খিত ফল পায়নি তাদের প্রতি সহানুভূতি জানাতে অভিভাবকদের বিশেষ অনুরোধ করবো।

গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। এবছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী। এবার পূর্ণ নম্বরের প্রশ্নপত্র ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবির মুখে আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।



এএফ/০৪