সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৩
০৫:০৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২৩
০৫:০৯ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে ‘ফরমায়েসি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতাল পালিত হচ্ছে। হরতাল চলাকালে সিলেট নগরে মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক জোট সিলেট জেলা। মিছিল চলাকালে নগরের বন্দরবাজার সবুজ বিপণীর সামনে পুলিশি বাঁধার মুখে পড়লেও তা উপেক্ষা করে মিছিল করেছেন তারা।
এসময় বক্তারা বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল এবং জনমতকে উপেক্ষা করে ঘোষিত এক তরফা ও অগণতান্ত্রিক তফসিল বাতিল করতে হবে এবং দল নিরপেক্ষ তদারকি সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।’
আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন বাম রাজনৈতিক জোটের নেতাকর্মীরা। তারা সেখানে কিছুক্ষণ পিকেটিং করেন। এরপর নগরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহীদ মিনারের মানে থেকে শুরু হয়ে জিন্দাবাজার হয়ে কোর্টে পয়েন্ট ঘুরে চৌহাট্টায় এসে শেষ হয়। নগরের বন্দরবাজার এলাকায় সবুজ বিপণীর সামনে মিছিল পৌঁছালে পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় পুলিশের বাঁধা উপেক্ষা করে তারা মিছিল করেন বলে দলের নেতাকর্মীরা জানিয়েছেন।
মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট।
জোটের সমন্বয়ক ও সিপিবি সিলেট জেলা জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাসদ(মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সিপিবি সিলেট জেলা সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন প্রমুখ।
এক তরফা তফসিল বাতিল করে নতুন করে দল নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, ‘গত রাত থেকে এখন পর্যন্ত পুলিশের ভূমিকায় মনে হয়েছে তারা আওয়ামী ফ্যাসিবাদি সরকারের পেটুয়া বাহিনী হিসেবে আছে। পুলিশের ভূমিকাই প্রমাণ করে বর্তমান নির্বাচন কমিশনের অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’ তারা অভিযোগ করে বলেন, ‘সারা দেশে বাম জোটের উপর হামলা প্রমাণ করেছে পুলিশ আওয়ামী পেটুয়া বাহিনীর মতোই আচরণ করছে।’
বক্তারা বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল এবং জনমতকে উপেক্ষা করে ঘোষিত এক তরফা ও অগণতান্ত্রিক তফসিল বাতিল করতে হবে এবং দল নিরপেক্ষ তদারকি সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।’
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি সমমনা দলগুলোর ডাকা পঞ্চম পর্যায়ে অবরোধের মধ্যে বাম গণতান্ত্রিক জোট এ হরতালের ডাক দিলো। একইসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতাল পালন করছে দুটি রাজনৈতিক জোট।
সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে বিএনপি-জামায়াতের দ্বিতীয় দিনের অবরোধ। একই সময়ে আধাবেলার হরতাল শুরু হয়েছে বাম গণতান্ত্রিক জোটের এবং সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে গণতন্ত্র মঞ্চের।
প্রসঙ্গত, গতকাল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এই তফসিলকে প্রত্যাখ্যান করেছে বিএনপি, বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী। অন্যদিকে তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।
আওয়ামী লীগের বাইরে সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ তফসিলকে স্বাগত জানিয়েছেন। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এ নিয়ে এখনো প্রতিক্রিয়া জানাননি।
এএফ/০৩