জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দলগুলোকে এগিয়ে আসতে হবে: ড. আলী রীয়াজ

সিলেট মিরর ডেস্ক


মে ১৫, ২০২৫
০২:৪৬ অপরাহ্ন


আপডেট : মে ১৫, ২০২৫
০২:৪৯ অপরাহ্ন



জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দলগুলোকে এগিয়ে আসতে হবে: ড. আলী রীয়াজ

জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দলগুলোকে এগিয়ে আসতে হবে: ড. আলী রীয়াজ


জাতীয় সনদের মাধ্যমে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা চলছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। ঐকমত্য সৃষ্টির দায়িত্ব কেবল কমিশনের নয়, কমিশন শুধু সহযোগীর ভূমিকা পালন করছে— এমন মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, সবার মধ্যে ঐকমত্য সৃষ্টি করা জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য। যাতে আগামী দিনগুলোতে বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে পথরেখা তৈরি সম্ভব হয়। এ সময় প্রাথমিক পর্যায়ের আলোচনার পরে ভিন্নমত থাকা বিষয়গুলো নিয়ে দ্রুত আলোচনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের বিষয়গুলো নিরসন করতে হবে। পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হবে এমন জাতীয় সনদ সবার প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি।

জিসি / ০২