সিলেট মিরর ডেস্ক
মে ১৫, ২০২৫
১০:৪৮ অপরাহ্ন
আপডেট : মে ১৫, ২০২৫
১০:৪৮ অপরাহ্ন
লন্ডন সফর শেষে দেশে ফিরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এই সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নেতা, দেশনায়ক তারেক রহমান সিলেটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। যাতে প্রতিটি পাড়া-মহল্লায় দল সুসংগঠিত হয় এবং জনগণের কাছে দলের আদর্শ উপস্থাপনের মাধ্যমে মানুষের মন জয় করা যায়।’
আজ বৃহস্পতিবার (১৫ মে) রাতে নগরের কুমারপাড়াস্থ বাসভবনে তাকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের নেতাকর্মীরা ভিড় করেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তারা আরিফুল হকের বাসভবনে যান এবং তাকে ফুলেল ভালোবাসায় সিক্ত করেন। বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, তাঁতী দল, জিয়া মঞ্চসহ সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে বাসভবনসহ কুমারপাড়া এলাকা।
আরিফুল হক চৌধুরী এই সময় আরও বলেন, আপনাদের দোয়ায় সুন্দরভাবে লন্ডন সফর করে সুস্থভাবে দেশে ফিরেছি। বিমানবন্দরে মানুষের দুর্ভোগ এড়াতে কাউকে না বলে দেশে এসেছি। বিমানবন্দরে ভিড় করার যে কালচার তৈরি হয়েছে তা মানুষ ভালোভাবে নেয় না।
লন্ডন সফর অত্যন্ত ফলপ্রসু হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফ বলেন, লন্ডন সফরে দলের প্রধানের সঙ্গে দেখা করেছি। দলকে কিভাবে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। তিনি আমাকে নানা দিকনির্দেশনা দিয়েছেন, আমি সেই নির্দেশনার আলোকে সবাইকে নিয়ে কাজ করবো।
আরিফুল হক চৌধুরী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কিছু দলছুট মানুষ দলের ঐক্য নষ্ট করতে নানা প্রোপাগাণ্ডা চালাচ্ছে। এসবে কান দিয়ে দলের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। দলের স্বার্থে কাজ করতে হবে।
তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে বলেছেন- সিলেটে তিনি কাউকে আসন বণ্টন করেননি। অন্তর্বর্তী সরকার রোডম্যাপ দিলে দলের পক্ষ থেকে নির্বাচনী বোর্ড গঠন করা হবে। তখন যাকে মনোনয়ন দিলে দল সংঘবদ্ধ হবে, দলের জন্য উপকার হবে, তাকে মনোনয়ন দেওয়া হবে। দল যাকে দিবে তাকে নিয়ে আমরা এগিয়ে যাব।
খুব তাড়াতাড়ি সিলেট জেলা ও মহানগর বিএনপি ঐক্যবদ্ধ হবে- এমন প্রত্যাশা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, আমরা আগামী নির্বাচনে দলকে সিলেটের ১৯ আসন উপহার দিতে চাই। এই জন্য সিলেটের একজন অভিভাবক দরকার। আমি নেতার (তারেক রহমান) কাছে দাবি করেছি- সিলেটে এমন একজন নেতা দরকার যাকে ঘিরে সিলেটে বিএনপি ঐক্যবদ্ধ হবে এবং সিলেট বিভাগের মানুষ আশার আলো দেখবে। মানুষের আশা আকাঙ্খা বাস্তবায়নের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের মধ্যে কাউকে সিলেট-১ আসনে দেখতে চাই। তাকে ঘিরে সিলেটের উন্নয়নের আশা দেখবে মানুষ। এতে সিলেটবাসীর বিগত ১৭ বছরের বঞ্চনার অবসান হবে।
এই সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সহসভাপতি ও জেলা কৃষক দল আহ্বায়ক ইকবাল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, উপদেষ্টা নিজাম উদ্দিন জায়গীরদার, আব্দুস শুকুর, আলী ইসহাক, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদশা মিয়া, শ্রমিক দলের জেলা সভাপতি সুরমান আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মহানগর সভাপতি আব্দুল আহাদ, শ্রমিক দলের বিভাগীয় সদস্য শাহানুর আহমদ, বিএনপি নেতা আব্দুর রহিম, সাব্বির চৌধুরী, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মইনুল ইসলাম অপু চৌধুরী, আলী আহমদ আলী, মামুন আল রশিদ হেলাল, জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক সাহেদ আহমদ, সদস্য সচিব মোস্তাক আহমদ, সদর উপজেলা আহ্বায়ক জামাল উদ্দিন, মদন মোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আফজল হোসেন প্রমুখসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এএফ/০২