সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১২, ২০২৩
০৭:৫৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২৩
০৮:০১ অপরাহ্ন
এইচএসসি পরীক্ষা শেষ করে মেডিকেলে পড়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন মাহাদিয়াত রহমান ইলা (১৮)। ঢাকায় একটি কোচিং এ ভর্তি হন তিনি। অবশ্য তার মেডিকেলে পড়ার স্বপ্ন অধরাই রয়ে গেল। ডেঙ্গুতে মারা গেছেন তিনি। তার এ অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার।
শনিবার (১১ নভেম্বর) পৌনে ১২টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইলা। তিনি ফেনী সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকতা মিজানুর রহমান মিজানুর রহমানের একমাত্র মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে মেডিকেলে পড়ার স্বপ্ন নিয়ে ঢাকায় কোচিং করতে যান ইলা। গত ৭ নভেম্বর ইলা জ্বরে আক্রান্ত হয়ে ৮ নভেম্বর গ্রামের বাড়ি ফেনীতে ফিরে যান। ৯ নভেম্বর তার ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের তত্ত্বাবধানে বাসায় বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার (১০ নভেম্বর) রাত থেকে ইলার শারীরিক অবস্থা অবনতি হয়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. আসিফ ইকবাল বলেন, শনিবার সকাল ১০ টার দিকে তাকে ফেনী জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
এএফ/০২