পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৪০ কর্মকর্তা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১১, ২০২৩
০৯:০০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১২, ২০২৩
০৭:৩৩ অপরাহ্ন



পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৪০ কর্মকর্তা


প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৪০ জন কর্মকর্তা।

আজ শনিবার (১১ নভেম্বর) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ৯ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

পদোন্নতি পাওয়া ২৩১ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।উপসচিব পদে তাদের যোগদানপত্র ইমেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তীতে তাদের পদায়ন করা হবে।

জনপ্রশাসনে উপসচিবের এক হাজার ৭৫০টি পদ রয়েছে। নতুন করে পদোন্নতি পাওয়াদের নিয়ে এই পদে কর্মকর্তাদের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭১৮ জন।

গত বছরের ১ নভেম্বর ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।


এএফ/০৩