নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৪, ২০২৩
০৬:৪৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২৩
০৬:১০ অপরাহ্ন
সিলেটে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার অলবাব হোসেনকে নিয়ে টাকা ও এর সঙ্গে জরিতদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুর থেকে অভিযানে নামে বিমানবন্দর থানা পুলিশ। তবে অভিযানের সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ।
গ্রেপ্তার অলবাব হোসেন সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের এটিএম কর্মকর্তা হিসেবে নিয়োজিত। এ ঘটনার সঙ্গে জড়িত আমিনুল হক নামে আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন সিলেটে ডাচবাংলা ব্যাংক বুথ থেকে ২৬ লক্ষাধিক টাকা চুরি, গ্রেপ্তার ১ |
এর আগে শুক্রবার (৩ নভেম্বর) সকালে মহানগরের বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের ইনচার্জ সন্দীপন দাস।
মামলায় অভিযোগে বলা হয়, গত ২৭ অক্টোবর ডাচ-বাংলা ব্যাংকের সুবিদবাজারের এটিএম বুথে ২৭ লাখ ৭৫ হাজার টাকা জমা করা হয়। কিন্তু ক্যাশ জ্যামজনিত সমস্যায় তখন টাকা জমা হয়নি। এরপর ৩০ অক্টোবর বুথে গিয়ে ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল পাওয়া যায়। বুথে মাত্র ১ লাখ ৪৪ হাজার টাকা পাওয়া যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ২৮ অক্টোবর রাত ১২টার দিকে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক পরে দুই-তিন জন ব্যক্তি ব্যাংকের বুথের ভোল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যায়। মামলায় দুই জনের নাম উল্লেখ করা হয়।তার হলেন কোম্পানীর এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হক।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম জানান, শুক্রবার (৩ নভেম্বর) সকালে নগরের বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের ইনচার্জ সন্দীপন দাস। এ ঘটনায় আলবাব হোসেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। টাকা চুরিরর ঘটনায় জড়িতদের আমরা অভিযান চালাচ্ছি। এছাড়া সিসিটিভি ফুটেজ দেখে বাকীদেরও শনাক্ত করার চেষ্টা চলছে
এএফ/০১