নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০১, ২০২৩
০৫:১৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২৩
১০:১২ অপরাহ্ন
বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের সঙ্গে দ্বিতীয় দিনে সিলেট বিভাগে যোগ হয়েছে হরতার। হরতালের কারণে নগরে দোকানপাট ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নগরের ভেতরে যান চলাচল একেবারে কম। মহাসড়কও অনেকটা সুনশান। তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি সকাল থেকে চলতে শুরু করেছে। তবে ট্রেন যথাসময়ে সিলেট ছেড়ে গন্তব্যে রওয়ানা হয়েছে।
আজ বুধবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট নগর ও এর আশপাশের চিত্র ছিল এমন। অবরোধের সঙ্গে হরতাল যোগ হওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে।
সরেজমিনে নগরের টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, লামাবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। তবে ওষুধসহ কিছু জরুরি প্রয়োজনীয় দোকান খোলা দেখা গেছে।
নগরের বিভিন্ন পয়েন্টে হাতেগুণা কয়েকটি নিত্যপণ্যের দোকান অর্ধেক সাটার খোলা রেখে বিকিকিনি করছেন দোকানীরা। তবে পাড়া-মহল্লার ভেতরে তুলনামূলক বেশি দোকানপাট খোলা রয়েছে। নগরের সড়কগুলো অনেকটা রিকশার দখলে। এরপরই আধিক্য সিএনজিচালিত অটোরিকশার। অন্যান্য যানবাহন চললেও তা খুব সীমিত পরিসরে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। অনেকেই পায়ে হেঁটে যাচ্ছেন তাদের গন্তব্যে।
বাস বন্ধ থাকলেও আজ সকাল ৬টায় শিডিউলমতো কালনি এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ফলে ট্রেন স্টেশনে ছিল যাত্রীদের অতিরিক্ত চাপ।
এর আগে অবরোধের প্রথম দিনে গতকাল গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে পিকেটিং করছিল সিলেট জেলা যুবদল। এক পর্যায়ে পুলিশ অবরোধ সমর্থকদের ধাওয়া করে। এসময় দ্রুত মোটরসাইকেলে পালাতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান যুবদল নেতা জিলু আহমদ ওরফে দিলু মিয়া জিলু। পুলিশ এ ঘটনাকে দুর্ঘটনা মৃত্যু বললেও বিএনপি তার মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করছে।
এ ঘটনায় সিলেট জেলা ও মহানগর যুবদল আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
এএফ/০৫