সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থানের নামকরণ নতুন করে করলেন মেয়র আরিফ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৮, ২০২৩
০৬:৫৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২৩
০৬:৫৭ অপরাহ্ন



সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থানের নামকরণ নতুন করে করলেন মেয়র আরিফ


টানা দুইবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ নভেম্বর। এর আগেই সিলেটের  বিভিন্ন পয়েন্ট, স্থান ও স্থাপনার নতুন করে নামকরণ করেছেন তিনি। সিসিক পরিষদের মাধ্যমে এসব নামকরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও সিলেটের বিভিন্ন প্রয়াত গুণী ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছে এসব স্থানের। নিজের নামেও একটি পয়েন্টের নামকরণ করেছেন মেয়র আরিফ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নিজের মেয়াদের শেষ (সিসিকের ২০২৩-২৪ অর্থবছর) বাজেট উপস্থাপন করেন আরিফুল হক।  এসময় তিনি এসব নামকরণের ঘোষনা দেন। 

মেয়র বলেন, ‘আপনারা দেখেছেন- আমার মেয়াদকালে সিলেট নগরের কয়েকটি চত্বর নির্মাণ করা হয়েছে। সম্প্রতি সিলেট সিটি করপোরেশনের পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি স্থাপনা এবং চত্বরের নামকরণ করা হয়েছে। স্থানীয় সরকার কর্তৃক জারিকৃত সিটি করপোরেশনের সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা ২০১৪-অনুযায়ী নামকরণ প্রস্তাব যাচাই-বাছাই কমিটির সুপারিশ এবং একই বিষয়ে সিটি কর্পোরেশন কর্তৃক গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাস টার্মিনাল নামকরণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। 

এছাড়া সিলেট সিটি করপোরেশনের অন্যান্য স্থাপনা ও গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সড়ক যাদের নামে নামকরণ করা হয়েছে সেগুলো হচ্ছে- শাহী ঈদগাহ উঁচা সড়ক ‘আল্লাহ সুবহানাহু তায়ালার ৯৯ নাম’, সিটি পয়েন্টের নাম সাবেক মেয়র বদর উদ্দিন আহমদের নামে ‘কামরান চত্বর’, কোর্ট পয়েন্ট বীর মুক্তিযোদ্ধা ‘ইফতেখার হোসেন শামীম পয়েন্ট’, নাইওরপুল চত্বরের নাম ‘মিশন চত্বর’, আম্বরখানা পয়েন্ট ‘মেয়র আরিফুল হক চৌধুরী চত্বর’, কাজীরবাজার পয়েন্ট ‘জিতু মিয়া পয়েন্ট’, নাইওরপুল মসজিদ সংলগ্ন পয়েন্ট সাবেক পৌরসভা চেয়ারম্যানের নামে ‘বাবরুল হোসেন বাবুল চত্বর’, কুমারপাড়া মসজিদ সংলগ্ন পয়েন্ট সাবেক পৌরসভা চেয়ারম্যানের নামে ‘আ ফ ম কামাল চত্বর’, এমসি কলেজ মাঠের পশ্চিম পাশের দক্ষিণ বালুচরের নতুন নির্মিত রাস্তা সাবেক অর্থমন্ত্রীর নামে ‘আবুল মাল আবদুল মুহিত সড়ক’, শাহী ঈদগাহ মিনার সংলগ্ন পয়েন্ট সাবেক কমিশনারের নামে ‘আব্দুল ওয়াদুদ খালেদ পয়েন্ট‘, সিটি কর্পোরেশন নির্মিত টিলাগড় মিনি স্টেডিয়াম সাবেক কমিশনারের নামে ‘সাজ্জাদুর রহমান সাজু স্টেডিয়াম’, সিটি কর্পোরেশন কর্তৃক কুমারপাড়ায় নির্মিত ২৫ শয্যাবিশিষ্ট হাসপাতালের নাম ‘ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল’, কুমারগাও তেমুখী পয়েন্ট সাবেক অর্থমন্ত্রীর নামে ‘আবুল মাল আবদুল মুহিত চত্বর’, তেলিবাজার চত্বর সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রীর নামে ‘এম সাইফুর রহমান চত্বর’, লিংক রোড ‘আব্দুল হামিদ সড়ক’, শেখঘাট থেকে লামাবাজার সড়ক সাবেক মন্ত্রীর নামে ‘দেওয়ান ফরিদ গাজী সড়ক’, দুর্গাকুমার পয়েন্ট থেকে জেলরোড পর্যন্ত ‘শহীদ আলকাছ সড়ক’, চৌহাট্টা পয়েন্ট ‘আব্দুল মজিদ কাপ্তান মিয়া চত্বর’ এবং লালবাজার গলি ‘সাধুবাবু সড়ক’।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।দলীয় নির্দেশনা মেনে এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুইবারের মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।


এএফ/০৫