একসঙ্গে প্রথমবার মঞ্চে তারা, কানে কানে হলো কথা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৭, ২০২৩
০৭:২৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২৩
০৭:৩০ অপরাহ্ন



একসঙ্গে প্রথমবার মঞ্চে তারা, কানে কানে হলো কথা


সিলেটের রাজনীতির ইতিহাস সবসময়ই সখ্যতা ও হৃদ্যতার। রাজনৈতিক মেরু ভিন্ন কিংবা বিপরীতমুখী হলেও সিলেটের রাজনীতিবিদরা বার বার সম্প্রীতির প্রমাণ দিয়ে গেছেন। ব‍্যতিক্রম নন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায়  সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর সিলেট বিভাগীয় নতুন কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ 'লেন্স'র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পাশাপাশি বসে মেতে উঠেন একান্ত আলাপচারিতায়। এসময় বিষয়টি  অনুষ্ঠানে আগত সবার নজর কাড়ে এবং প্রশংসা কুড়ায়।

উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

গত ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।

দলীয় নির্দেশনা মেনে এ নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুইবারের মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।


এএফ/০৩