গোলাপগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৩
০১:২০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২২, ২০২৩
০১:৪৫ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর শাফি চৌধুরী এলিম বলেছেন, ‘আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে মেধাবীরা আছে। ভালো ফলাফল করলেই শুধু তাকে মেধাবী বলতে হবে তা কিন্তু নয়, অনেকের অন্য সেক্টরের দিকে অনেক মেধা রয়েছে। তাদেরকে সবাই সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে হবে।‘ তিনি বলেন, ‘শিশুদের আধুনিক সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অভিভাবকরা স্কুলের শিক্ষকদের সঙ্গে শিশুদের লেখাপড়া নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে এবং পরামর্শ গ্রহণ করতে হবে। শিক্ষক, অভিভাবকরা সবাই মিলে কাজ করলে শিশুদের ভবিষ্যত সমৃদ্ধ হবে।
আজ শনিবার (২১ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে আবদুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইংরেজি শিক্ষার উপর গুরুত্বরোপ করে প্রধান অতিথি বলেন, ‘বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে ইংরেজি শিক্ষার বিকল্প নেই। এভাবে সবাই মিলে কাজ আমাদের দেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।’
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর জাকির হোসেন বলেছেন, ‘শিশুদের কখনও নিরুৎসাহিত করবেন না। প্রত্যেকের মধ্যে কোনো না কোনো জায়গায় শক্তি আছে৷ অনেকে অনেক জায়গায় ভালো করছে, কিন্তু অনেক ভালো শিক্ষার্থী কোনো জায়গায় ভালো করতে পারছে না।’
প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে কে কোন পর্যায়ে আছে তা বুঝা যাবে না জানিয়ে তিনি বলেন, ‘আপনার বাচ্চাদের নিয়ে নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ক্লাসে প্রতিদিন যে বিষয়ে শিক্ষকরা পাঠদান করান, শিক্ষার্থীদেরকে প্রতিদিনের সেই পড়া প্রতিদিন বাসায় গিয়ে পড়তে হবে।’ অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সন্তানদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে যাতে করে বাচ্চারা তাদের সমস্যার বিষয় আপনাকে বলতে পারে ।’ তিনি বলেন, ‘ইন্টারনেট ব্যবহারে বাচ্চাদেরকে নিয়মের ভিতরে রাখতে হবে। এসব সকল বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক তিতুউর রহমান বলেছেন, ‘সন্তানদের কখনও অন্য কারও সঙ্গে তুলনা করবেন না। তার সঙ্গে কেবল তাকে তুলনা করুন, অন্যের সঙ্গে তুলনা করলে সে হীনমন্যতা ও হতাশায় ভুগবে।’ শিশুদের আলোকিত করে গড়ে তুলার ক্ষেত্রে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মন্তব্য করে তিনি বলেন, ‘বাচ্চা জন্মগ্রহণ করার পর প্রথমেই মায়ের সান্নিধ্যে আসে। এজন্য মায়েরা এগিয়ে আসলে জাতি এগিয়ে যাবে। পাশাপাশি বাবা ও শিক্ষকদেরকে ভূমিকা রাখতে হবে ‘ তিনি চমৎকার বৃত্তি পরীক্ষা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান, বারাকা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম রাব্বানী চৌধুরী বলেছেন, ‘একটি জাতি ও দেশের উন্নয়নের পেছনে প্রধান শক্তি হচ্ছে শিক্ষা। একটি জাতি যতো বেশি শিক্ষিত ততো বেশি উন্নত। এ লক্ষ্যকে সামনে রেখে মাগফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিগত কয়েক বছর থেকে এরকম বৃত্তি পরীক্ষার আয়োজন করছে। এই বিশ্বায়নের যুগে শিশুদের যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রথমেই মায়েরা ভূমিকা রাখতে হবে।’
তিনি বলেন, ‘এই ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার মধ্যে বাঘা ইউনিয়নকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য ফাউন্ডেশন কাজ করছে। মা ও শিশুদের চিকিৎসা সেবার জন্য হাসপাতাল নির্মাণ করছি। এছাড়াও বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বারাকা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ফাউন্ডেশনের সদস্য ফাহিম আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি সাহেদ আহমদ চৌধুরী, আবদুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল কুদ্দুছ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আরজমন্দ আলী, বাঘা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি শিক্ষক আজমল হোসেন চৌধুরী। সভায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। মেধা বৃত্তি পরীক্ষায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ২৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর আগে অতিথিরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।
এএফ/০৪