সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২০, ২০২৩
১১:০০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২৩
১১:০০ অপরাহ্ন
দূর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও স্কুল পর্যায়ে ট্রাফিক নিয়ম কানুন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট মহানগর পুলিশ, ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে’ শীর্ষক ট্রাফিক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে ‘ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক (টেন)’ কার্যক্রম পরিচালনা করা হয়।
বুধবার (১৯ অক্টোবর) নগরের ‘মুসলিম হ্যান্ডস স্কুল অফ এক্সিলেন্সে’র অধ্যক্ষ মো. জহিরুল কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন এসএমপির উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান।
তিনি শিক্ষার্থীদের সড়কের শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক সচেতনতার জন্য বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করেন এবং সড়ক দূর্ঘটনার ভিক্টমদের ভোগান্তিসহ রাষ্ট্রীয় ক্ষতির বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি তাদের সড়ক পরিবহণ আইন মেনে চলার অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিদ্যলয়ের শিক্ষক-শিক্ষিকারা ছাড়াও উপস্থিত ছিলেন এসএসপির এডিসি (ট্রাফিক) রাখী রানী দাস, টিআই (প্রশাসন-ভারপ্রাপ্ত) নিহার রঞ্জন সিংহ, টিআই মো. দেলোয়ার হোসেন খান, সার্জেন্ট (প্রশাসন) আবুবকর শাওন, সার্জেন্ট (প্রসিকিউশন) নূরুল হুদা মোড়ল, সার্জেন্ট, ট্রাফিক বিভাগ মো. নাজমুল আলম।
আলোচনার মূল বিষয়সমূহ হলো:
১. রাস্তায় চলাচলের সময় ফুটপাত ব্যবহার করা।
২. ফুটপাত না থাকলে রাস্তার ডান দিকে প্রান্ত ঘেষে হাঁটা।
৩. রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোন/হেডফোন ব্যবহার না করা।
৪. রাস্তা পারাপারের সময় ফুট ওভার ব্রীজ, জেব্রা ক্রসিং ব্যবহার করা।
৫. ফুট ওভার ব্রীজ, জেব্রা ক্রসিং না থাকলে ডানদিকে, বামদিকে দেখে সাবধানতার সাথে রাস্তা পার হওয়া। প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নেওয়া। কোন অবস্থাতেই তাড়াহুড়া না করা।
৬. রাস্তা পারাপারের সময় হঠাৎ দৌড় না দেওয়া ।
৭. চলন্ত যানবাহনে না উঠা, চলন্ত যানবাহন থেকে না নামা।
৮. যানবাহন থেকে নামার সময় অবশ্যই বাম পা সামনে দিয়ে নামা।
৯. প্রাপ্ত বয়স্ক (১৮ বছর) হওয়ার পর ট্রাফিক আইন মেনে যানবাহন চালানো।
১০. ট্রাফিক সাইন, ট্রাফিক আইন জানতে হবে, মানতে হবে।
এএফ/০৮