নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৩
০৪:২৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৮, ২০২৩
০৩:০৮ অপরাহ্ন
সিলেটে অবৈধভাবে জমির দলিল রেজিস্ট্রি ও ক্ষমতার অপব্যবহার মামলায় সিলেটের সাবেক সাব রেজিস্ট্রার পারভীন আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অবৈধভাবে রেজিস্ট্রারি করায় সরকার প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এ কিউ এম নাসির উদ্দিন তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেটে দুর্নীতি দমন কমিশনের সরকারি কৌসুঁলি ইবনে আলী মো. লুৎফুর কিবরিয়া (শামীম)।
তিনি বলেন, ‘কোম্পানির জায়গা ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে একই দিনে ১২টি দলিল তৈরি করা হয়। তাতে সরকার ১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ২২৯ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়।’
পারভীন আক্তার সিলেটের ইতিহাসে প্রথম নারী সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সাল থেকে সিলেট সদর সাব রেজিস্ট্রার হিসেবে কাজ করে গেছেন ২৬ জন কর্মকর্তা। তাদের সবাই ছিলেন পুরুষ।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালে সিলেট সদর অফিসে কর্মরত ছিলেন সাবরেজিস্ট্রার পারভিন আক্তার। তখন ল্যান্ড লিংক প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির নামে থাকা ১৫ একর বাড়ি শ্রেণির ভূমিকে ব্যক্তি মালিকানা ও টিলা শ্রেণি দেখিয়ে ভুয়া কাগজপত্রে ১২টি দলিল রেজিস্ট্রেশন করে দেন তিনি। বিষয়টি জানতে পেরে কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক মনজারুল আলম চৌধুরী ২০২০ সালের ২৯ জানুয়ারি ২২ জনকে আসামি করে সিলেট মহানগর বিশেষ জজ আদালতে মামলার আবেদন করেন করেন। মামলায় দলিলদাতাকে প্রধান ও সাবরেজিস্ট্রার পারভিন আক্তারকে ২ নম্বর আসামি করে ২২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। আদালত বিষয়টি তদন্তের জন্য দুদকের কাছে প্রেরণ করে। দুদকের তদন্তে সত্যতা পাওয়া গেলে আদালত বিষয়টি আমলে নিয়ে সমন জারি করেন।
জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মামলা করা হয়েছে জানিয়ে সরকারি কৌসুঁলি ইবনে আলী মো. লুৎফুর কিবরিয়া (শামীম) বলেন, ‘কোম্পানীর জায়গা একটি পক্ষ মিলে ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে ২০১৯ সালের ১৭ ডিসেম্বর একই দিনে ১২টি দলিল রেজিস্ট্রারি করেন। এতে জাল-জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ছাড়াও সরকারকে ১ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ২২৯ টাকার রাজস্ব থেকে বঞ্চিত করা হয়।’আগামী ৬ নভেম্বর মামলার দিন ধার্য্য করা হয়েছে বলে তিনি জানান।
এএফ/০১