সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৩
১০:২৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২৩
০৪:৩৬ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কারও বিরুদ্ধে রাজনৈতিক মামলা অথবা আগের মামলায় আটক করলে নির্বাচন কমিশন (ইসি) হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
আজ রবিবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ইসি আলমগীর বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়। ক্রিমিনাল মামলা থেকে থাকলে নির্বাচনের আগে গ্রেপ্তার করতে হবে, তফসিল ঘোষণার পর গ্রেপ্তার যেন না হয়।
নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নতুন করে যেন কাউকে গ্রেপ্তার করা না হয়।'
তিনি বলেন, সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে।
পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথা মতো কাজ করবেন। পুলিশ ও রাজনীতির দায়িত্ব আমরা পালন করি না।
বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর কাউকে গ্রেপ্তার করতে পারেন না- সিইসি এই কথা বলেছেন। মামলা ও ক্রিমিনাল অফেন্স থাকলে গ্রেপ্তার করতে হবে তফসিল ঘোষণার আগে।
এএফ/০৯