বাংলাদেশ ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৫, ২০২৩
০২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৫, ২০২৩
০২:৪২ পূর্বাহ্ন



বাংলাদেশ ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন


বাংলাদেশ ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের শিক্ষকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ সমাপ্ত হয়। ইউ এস স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের সহযোগিতায় জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন শ্রীমঙ্গলের একটি অভিজাত হোটেলে এ প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করে। 

রিজিওনাল ইংলিশ ল্যাংগুয়েজ অফিস (র‍্যালো) কাঠমুন্ডুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন আমেরিকান দূতাবাস, নেপালের রিজিওনাল ইংলিশ ল্যাংগুয়েজ অফিসার রজার কোহেন। এছাড়াও প্রশিক্ষণে ইংরেজি ভাষা শিক্ষার বিভিন্ন আধুনিক কলা-কৌশল, ভাষা ও সংস্কৃতির যোগসূত্রতা, প্রযুক্তির সমন্বয় এবং ভাষা শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা- ইত্যাদি বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন রিজিওনাল ইংলিশ ল্যাংগুয়েজ অফিস, কাঠমুন্ডুর প্রোগ্রাম স্পেশালিস্ট বিশ্ব গৌতম, ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের ইংলিশ ল্যাংগুয়েজ ফেলো ক্যালি রয়স্টার, মার্থা লেডি, সুসান মাসট, আমেরিকান দূতাবাস, ঢাকার ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম লিড শাওন কর্মকার, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম কো অর্ডিনেটর রুবাইয়াত তাসমিয়া, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্রগ্রামের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহিব উল্ল্যাহ, এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম, জিস্ট, সিলেট চ্যাপ্টারের কো অর্ডিনেটর এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব। পুরো প্রশিক্ষণ সমন্বয় করেন জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিপ্লব কুমার দেব। প্রশিক্ষণে এলপিসি এবং জিস্টের ঢাকা,চট্রগ্রাম এবং সিলেট শাখার ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

এএন/০৩/১৫১০২৩