সিলেটে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৩, ২০২৩
১১:১১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২৩
১১:১৩ পূর্বাহ্ন



সিলেটে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস


দেশের কোথায় কোথায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে আজ। এছাড়া সিলেটসহ আট বিভাগেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ঢাকা, রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অপরিবর্তিত থাকতে পারে। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ৬৮ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৫ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস।


এএফ/০৬