সারদা হলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ২৪ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২১, ২০২৩
১১:৪৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২৩
০৭:৩১ অপরাহ্ন



সারদা হলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ২৪ ঘন্টার আল্টিমেটাম


সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের হল রুমে ঢুকে নাটকর্মীদের উপর দুর্বৃত্তরার হামলার ঘটনার প্রতিবাদে নগরে বিক্ষোভ মিছিল এবং হামলাকারীদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সংস্কৃতিকর্মীরা। দাবি মানা না হলে দেশব্যাপী নাট্যকর্মীরা কর্মসূচি নেবেন বলে জানান তারা।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন সিলেটের সংস্কৃতিকর্মীরা। মিছিলটি সারদা স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সারদা হলে এসে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।

এসময় হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী প্রমুখ।


এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন- সারদা হলে দুর্বৃত্তদের হামলা, একাধিক নাট্যকর্মী আঘাতপ্রাপ্ত


হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত বলেন, ‘ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবন আমাদের দাবির মুখে প্রায় ১৬ বছর পর আজকে উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল। সিলেটের নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মীর সেই অনুষ্ঠানের জন্য মহড়া করছিলাম। অনুষ্ঠান আজ বিকেল পাঁচটায় শুরু হওয়ার কথা ছিল। ঠিক পৌঁনে পাচটায় যখন আমরা প্রস্তুতি শেষের দিকে নিয়ে এসেছেন তখন চিহ্নিত দুস্কৃতিকারীরা আমাদের মহড়াকক্ষে ঢুকে যায়। তারা সেখানে অবস্থান করতে চায়। আমাদের নারী নাট্যকর্মী, আমাদের সিনিয়ররা তাদের অনুরোধ করেন চলে যেতে। তারা কথা শুনেনি। তারা আমাদের সিনিয়র নাট্যকর্মী আব্দুল কাইয়ূম মুকুল, বিভাস শ্যাম যাদনসহ আমাদের নাট্যকর্মীদের আঘাত করে। তারা সংঘবদ্ধভাবে এখানে হামলা করতে চেয়েছিল। নাট্যকর্মীরা এখানে মিলিত হওয়ায় তা পারেনি।’ তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমরা নাটক করব। আমরা সংস্কৃতিকর্মী আঘাতের প্রতিবাদ করছি।’

এসময় তিনি ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ‘আমরা প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিলাম। এখানে সংস্কৃতির নেতৃবৃন্দ আছেন। প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে সিসি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার না করলে সারা বাংলাদেশে সংস্কৃতিকর্মী, সম্মিলিত সাংষ্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশনসহ প্রত্যেক সংস্কৃতিক সংগঠন পরবর্তীতে কর্মসূচি গ্রহণ করবে।’

তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘আজকে একটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে অংশ নিতে দুস্কৃতিকারীরা এখানো জড়ো হয়েছিল। সিলেট রাজনৈতিক সম্প্রীতির শহর। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের উপর উপর আস্থা রাখতে চাই। আপনারা দুস্কৃতিকারীদের চিহ্নিত করুন।’

এর আগে আজ বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের হল রুমে ঢুকে নাটকর্মীদের উপর দুর্বৃত্তরার হামলা চালায়। একাধিক সংস্কৃতিকর্মীর অভিযোগ, বিএনপির মিছিল থেকে এ হামলা চালানো হয়েছে। তবে পুলিশ এবং সংস্কৃতি সংগঠকরা বলছেন, ‘কারা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরের ক্বিন ব্রিজ সংলগ্ন ৮৬ বছরের পুরনো এই ভবনে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সিলেটের একাধিক সংস্কৃতিকর্মী। 

এ তথ্য সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়। তিনি বলেন, ‘সারদা স্মৃতি ভবনের ভেতরে নাটকের মহড়া চলছিল। এসময় হঠাৎ করে কয়েক জন যুবক সেখানে ঢুকে পড়ে। এসময় তাদের চলে যেতে বলা হলে তারা চলে গিয়ে কিছুক্ষণের মধ্যে লাঠিসোটাসহ দেশী অস্ত্র নিয়ে নাট্যকর্মীদের উপর হামলা চালায়।’

অতর্কিত এ হামলায় নাট্য পরিষদ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মুকুল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত, দর্পণ থিয়েটারের নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবুসহ বেশ কয়েকজন নাট্যকর্মী আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।

ঘটনার পরপরই সিলেট মহানগর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কোতোয়ালি মডেল থানার পুলিশ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন ও উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে কথা বলেন। 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতায়োলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিলেট মিরর-কে বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে এখনই নিশ্চিত করে বলতে পারছি না। সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা দেখে দোষীদের শনাক্তে কাজ চলছে।’ তিনি বলেন, ‘সাংস্কৃতিকর্মীরা দাবি করেছেন বিএনপির লোকজন হামলা করেছে। আমরা সেটিও মাথায় নিয়ে কাজ করছি।


এএফ/১১