সারদা হলে দুর্বৃত্তদের হামলা, একাধিক নাট্যকর্মী আঘাতপ্রাপ্ত

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২১, ২০২৩
১০:১১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২৩
০১:৩৫ পূর্বাহ্ন



সারদা হলে দুর্বৃত্তদের হামলা, একাধিক নাট্যকর্মী আঘাতপ্রাপ্ত


সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের হল রুমে ঢুকে নাটকর্মীদের উপর দুর্বৃত্তরার হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিক সংস্কৃতিকর্মীর অভিযোগ, বিএনপির মিছিল থেকে এ হামলা চালানো হয়েছে। তবে পুলিশ এবং সংস্কৃতি সংগঠকরা বলছেন, ‘কারা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরের ক্বিন ব্রিজ সংলগ্ন ৮৬ বছরের পুরনো এই ভবনে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সিলেটের একাধিক সংস্কৃতিকর্মী। 

এ তথ্য সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়। তিনি বলেন, ‘সারদা স্মৃতি ভবনের ভেতরে নাটকের মহড়া চলছিল। এসময় হঠাৎ করে কয়েক জন যুবক সেখানে ঢুকে পড়ে। এসময় তাদের চলে যেতে বলা হলে তারা চলে গিয়ে কিছুক্ষণের মধ্যে লাঠিসোটাসহ দেশী অস্ত্র নিয়ে নাট্যকর্মীদের উপর হামলা চালায়।’


অতর্কিত এ হামলায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মুকুল, বিভাস শ্যাম যাদন, দর্পণ থিয়েটারের নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবুসহ বেশ কয়েকজন নাট্যকর্মী আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।

ঘটনার পরপরই সিলেট মহানগর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কোতোয়ালি মডেল থানার পুলিশ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন ও উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে কথা বলেন। 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতায়োলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিলেট মিরর-কে বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে এখনই নিশ্চিত করে বলতে পারছি না। সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা দেখে দোষীদের শনাক্তে কাজ চলছে।’ তিনি বলেন, ‘সাংস্কৃতিকর্মীরা দাবি করেছেন বিএনপির লোকজন হামলা করেছে। আমরা সেটিও মাথায় নিয়ে কাজ করছি।;

এএফ/০৯