সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৩
০২:৪৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২৩
০৫:৩৪ অপরাহ্ন
ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকান্ডে প্রায় ৫০০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দুই মার্কেটে বৈধ-অবৈধ মিলে প্রায় সাতশ থেকে আটশ দোকান ছিল।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। সাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যরা সেখানে যোগ দেয়। সেনাবাহিনী ছাড়াও উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে কাজ করেছে।
কৃষি মার্কেটে কাপড়ের ব্যবসায়ী মাহবুব হাসান বলেন, 'প্রথমে হক বেকারিতে আগুন লাগে। পরে সেই আগুন মুহুর্তে ছড়িয়ে যায়। মার্কেটের পাঁচশর বেশি দোকান পুড়েছে।' নিজের ক্ষতির বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘দোকানে ৫ লাখ টাকার মালামাল ছিল।’
মার্কেটের আরেক ব্যবসায়ী শফিকুল বলেন, 'প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢুকতে পারলে আগুনে এতো দোকান পুড়ত না। ব্যবসায়ীদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কিছুই বের করতে পারিনি।'
ওয়াহিদ নামের কাপড় ব্যবসায়ী বলেন, 'রাত সাড়ে ৩টার দিকে আমি ঘটনাস্থলে আসি। ৩০ মিনিট পর আমার দোকানে আগুন লাগে। দোকানটি মার্কেটের ভেতর হওয়ায় দোকানে যেতে পারিনি। দুই মার্কেটে প্রায় ৫শ বেশি দোকান ছিল। সব পুড়ে গেছে।'
স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। কিছুক্ষণ পরপর এসি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।