সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৭, ২০২৩
০৪:৫৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২৩
০৪:৫৮ অপরাহ্ন
সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরির্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় ৩৩২ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপামাত্রা ছিল কুতুবদিয়া ও বান্দরবানে ২৪.০ ডিগ্রি সেলসিয়াস।
আজ রবিবার (২৭ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ ছাড়া সারা পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ১৬৩ মিলিমিটার। এ ছাড়া দিনাজপুরে ১৫১, সীতাকুণ্ডে ১৪২, সন্দ্বীপ ও রংপুরে ১০৬, সৈয়দপুরে ৯২, রাজারহাটে ৮৮, চট্টগ্রামে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরসি-০১