সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৮, ২০২৩
০৪:৪১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২৩
০৪:৪১ পূর্বাহ্ন
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের অন্তত ৩৯ জন নেতা পদ হারিয়েছেন। এ ছাড়া একই ঘটনায় রাজশাহীর এক পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। চট্টগ্রামে চাকরি গেছে এক মাদ্রাসা শিক্ষকের। গত দুই দিনে শাস্তি পাওয়া এসব নেতাকর্মীর বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছিলেন।
জামালপুরে ছাত্রলীগের ১৮ নেতাকর্মী বহিষ্কার
সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় ছাত্রলীগের ১৮ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। তাদের বিরুদ্ধে যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উপায়ে শোক প্রকাশ করার অভিযোগ ওঠে। গত বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃতরা হলেন ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, সহসম্পাদক মুসা আহমেদ, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মুরসালিন উদ্দিন, কর্মী আব্দুল কাইয়ুম, জয় মামুন, গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলাম, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক ইউসুফ আলী, সদস্য আশরাফুল সালেহিন রিয়াদ, মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান সেতু, নাংলা ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. বরকতুল্লাহ ফারাজী, হাজরাবাড়ী পৌর শাখার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়ন শাখার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইসলাম সানি, জামালপুর সদর উপজেলার (পূর্ব) শরিফপুর ইউনিয়ন শাখার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইম কবির, বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শোয়েব আল হাসান এবং দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসা।
চট্টগ্রামে দুই দিনে বহিষ্কার ১০
একই ঘটনায় চট্টগ্রামে ১০ ছাত্রলীগ নেতাকে পদচ্যুত করা হয়েছে। এর মধ্যে দুজন জেলা ছাত্রলীগের পদধারী ছিলেন, বাকিরা বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটির দায়িত্বে ছিলেন। শোক প্রকাশ করার অভিযোগ স্বীকার করে নিয়ে কোথাও কোথাও এই পদচ্যুতির আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা। তবে ছাত্রলীগের শীর্ষ নেতারা বলছেন আদর্শিক জায়গা থেকে গঠনতন্ত্রের নির্দেশনা মেনেই ব্যবস্থা নিয়েছেন তারা।
সব মিলিয়ে সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে এক ধরনের বিব্রতকর অবস্থার তৈরি হয়েছে চট্টগ্রাম ছাত্রলীগের রাজনীতিতে। এটাকে দুঃখজনক হিসেবে মন্তব্য করে ছাত্রলীগের সাবেক নেতারা বলছেন এমন ঘটনাপ্রবাহ রাজনীতির জন্য অশনিসংকেত।
এই অভিযোগে এখন পর্যন্ত অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক উপসম্পাদক সাজেদুল হক ও সহসম্পাদক শাহজাহান হাবীব, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. রুস্তম, কার্যনির্বাহী সদস্য মো. আফসার, সন্দ্বীপ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তারেক, পটিয়া উপজেলা ছাত্রলীগের উপসাংস্কৃতিক সম্পাদক মো. ইশতিয়াক পারভেজ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, মো. তাউসিফ ও উপদপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মাসুম। বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা, সাতকানিয়া উপজেলা, লোহাগাড়া উপজেলা, সন্দ্বীপ উপজেলা ও পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।
নরসিংদীতে ছয় জন
শোক জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় নরসিংদীতে ছাত্রলীগের ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সাময়িক বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন এই তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন মাধবদী থানা ছাত্রলীগ শাখার সহসভাপতি সুজন ভূঁইয়া এবং একই থানার পাইকারচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শরীফুল ইসলাম শরীফ ও মনোহরদী উপজেলা কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জেএস জুনাইদ, পলাশ থানা ছাত্রলীগের সহসভাপতি মো. নাসিম মিয়া ও একই উপজেলার জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হাফিজুর রহমান এবং বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ।
সাতক্ষীরায় পদ হারালেন তিন নেতা
ফেসবুকে পোস্ট দিয়ে শোক জানানোয় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিভিন্ন শাখার তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন তালা উপজেলা শাখার সহসভাপতি সাইফুদ্দীন আজাদ সবুজ ও মাহিন ইসলাম মাসুম ও সীমান্ত আদর্শ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আশিক কবির।
আবেগঘন স্ট্যাটাস দেওয়ায় গেল পদ
শোক প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দেওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ছাত্রলীগ নেতার বর্তমান পদ ও প্রাথমিক সদস্য পদ স্থগিত করা এবং একজনকে কারণ দর্শানোর নোটিস করা হয়েছে। গত বুধবার রাতে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক নবাব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিসপ্রাপ্ত নেতারা হলেন উপজেলার সেনগাঁও ইউনিয়নের ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ইউসুব ইসলাম ও ৫নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান।
পুলিশ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি
সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সেই কোর্ট ইন্সপেক্টর খায়রুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পার্বত্য জেলায় (বান্দরবান দীঘিনালা) শাস্তিমূলক বদলি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার থেকে এই আদেশ জারি করা হয়। আরএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিজয় বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।
‘চাকরি হারালেন’ মাদ্রাসা শিক্ষক
সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক জানানোয় চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অস্থায়ী শিক্ষক আবু ছালেহ যোবায়ের চাকরি হারিয়েছেন বলে জানা গেছে। বুধবার মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন আজাহারীর স্বাক্ষর করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
খবর: প্রতিদিনের বাংলাদেশ
এএফ/০২