সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৩, ২০২৩
০৬:২০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৩, ২০২৩
০৬:২০ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগরের চানভাগ চা বাগান এলাকা থেকে মো. সিদ্দিক মিয়া (২২) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত রবিবার (৩০ জুলাই ) আনুমানিক বিকেল ৪টার দিকে চাঁনভাগ চা বাগানে নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ সিদ্দিক চানভাগ গ্রামের মো. আব্দুল আলীর ছেলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে সাদা গেঞ্জি, নীল হাফ প্যান্ট ছিল। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। সে মানসিকভাবে অসুস্থ।
তার সন্ধান পাওয়া গেলে ০১৩১৫৫৭১৫০৭ নম্বরে যোগাযোগ করার জন্য নিখোঁজ সিদ্দিক মিয়ার বাবা আব্দুল আলী অনুরোধ করেছেন।