সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০২, ২০২৩
০৫:০৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২৩
০৫:০৭ অপরাহ্ন
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ‘দরজা ভেঙে’ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি।
আজ বুধবার (২ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে হোয়াটসঅ্যাপ বার্তায় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব এ অভিযোগ জানান।
এ বিষয়ে জানতে সকালে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি অভিযোগ করেন, ‘গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় রাত দুইটায় ডিবি অভিযান চালায়। দরজা ভেঙে রুমে প্রবেশ করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায়। ডিবি চলে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘এর আগে রাত আটটায় বিন ইয়ামিন মোল্লার বাবা রফিকুল মোল্লাকেও সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।’
সূত্র: সমকাল
এএফ/০৬