পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসা আবেদনের সুযোগ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৩, ২০২৩
০৬:০৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২৩
০৬:০৯ অপরাহ্ন



পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসা আবেদনের সুযোগ

বাংলাদেশিরা এখন পাসপোর্ট জমা না দিয়েই ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি ভিসা আবেদনের জন্য পছন্দমত সময় বেছে নেয়ার সুযোগও থাকছে। 

বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) এ ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার নিজেদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানায়, ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীদের অসুবিধা কমানোর লক্ষ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে।মঙ্গলবার থেকেই এ সুযোগ চালু করা হয়েছে।

আইভ্যাক জানায়, যে সকল আবেদনকারী তাদের ভিসা হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহারের জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান তাদের জন্য আইভ্যাকে এ ভিসা আবেদন জমা দেয়ার সময় পাসপোর্ট ফেরত সুবিধা থাকবে। তবে ভিসা টোকেনে দেয়া সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

এছাড়া ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন থেকে আইভ্যাকে তাদের ভিসা আবেদন জমা দেয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন বলে জানানো হয়।

আইভ্যাক আশা করছে, এর ফলে আবেদনকারীদের ভিসা আবেদন জমা দেয়ার সময় দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মৃক্তি দেবে।

আরসি-০১