সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৩, ২০২৩
১০:১০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২৩
১০:১০ পূর্বাহ্ন
সিলেট, গাজীপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল—এই পাঁচ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ আজ।
আজ সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন সিটি করপোরেশন ও দুপুর ১২টায় দুই সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথগ্রহণের মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পাঁচ সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে গাজীপুর, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন এবং দুপুর ১২টায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।
সূত্র: কালের কন্ঠ
এএফ/০১