কারগিলে ড্রোন হামলায় নিহত ইজাজের স্ত্রীকে বিয়ে করেন শামিন

সিলেট মিরর ডেস্ক


জুন ২৪, ২০২৩
১০:০৩ অপরাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২৩
০২:১১ পূর্বাহ্ন



কারগিলে ড্রোন হামলায় নিহত ইজাজের স্ত্রীকে বিয়ে করেন শামিন


আল-কায়েদার নেতা ইজাজ আহমেদ পাকিস্তানের কারগিলে ড্রোন হামলায় নিহত হওয়ার পর শামিন মাহফুজ ইজাজের বিধবা স্ত্রী নাজনিন সুলতানাকে বিয়ে করেন। সংগঠনটির সিদ্ধান্তেই তিনি এই উদ্যোগ নেন।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর ডেমরা থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রী নাজনিন সুলতানাকে গ্রেপ্তার করে সিটিটিসি।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বলেন, ‘শামিন মাহফুজ স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছেন। তার স্ত্রী নাজনিন সুলতানা আনসার আল ইসলাম বাংলাদেশের এক সময়ের প্রধান ও পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ইজাজ কারগিল ওরফে ইজাজ আহমেদের স্ত্রী ছিলেন। তিনি যখন বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যান, তখন সংগঠনের সিদ্ধান্তে ইজাজের স্ত্রীকে শামিন মাহফুজ বিয়ে করেন।

তিনি আরও বলেন, ‘নাজনিন সুলতানা জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নারী শাখার দাওয়া কার্যক্রম পরিচালনা করতেন। নাজনিন সুলতানাসহ শূরা সদস্যদের কয়েকজনের স্ত্রী মিলে নারী সদস্যদের নিয়ে সংগঠিত ওই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।’

এএফ/০৫