সিলেট মিরর ডেস্ক
জুন ১২, ২০২৩
০৮:৪৭ অপরাহ্ন
আপডেট : জুন ১২, ২০২৩
০৮:৪৭ অপরাহ্ন
বরিশাল সিটি নির্বাচনে হামলার শিকার হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় তিনি রক্তাক্ত হয়েছেন বলে ইসলামিক দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
সোমবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে হাতপাখার প্রার্থী ফয়জুলের ওপর হামলা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া উপকমিটির সদস্য কেএম শরিয়তুল্লাহ। তিনি জানান, দুপুরে ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে গেলে ৩০/৪০ জন নৌকার সমর্থক আমাদের প্রার্থীর ওপর অতর্কিত হামলা চালায়। লাঠিসোটা ও পাথর ছুড়ে মারতে থাকেন নৌকার সমর্থকরা। হুজুর (ফয়জুল) ছাড়াও তার সঙ্গে থাকা বেশ কিছু নেতাকর্মী কমবেশি জখম হয়েছেন। হামলায় ফয়জুল করীমের নাক ও ঠোঁট ফেটে যায়। পরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়েছেন তিনি।
জানতে চাইলে বরিশাল পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, ‘ঘটনাটি শুনেছি। এর সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আটক করব।’
বিষয়টি সম্পর্কে জানতে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরকে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া মেইন রোডের একটি কেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে ফয়জুল করীমসহ দলটির নেতাকর্মীদের ওপর আরেক দফা হামলার অভিযোগ ওঠে।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সকালে কাউনিয়ার মেইন সড়কের এ কাদের চৌধুরী স্কুল কেন্দ্রে হাতপাখার ভোটার ও মানিক মিয়া স্কুল কেন্দ্র থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনা শুনে ফয়জুল করীম কেন্দ্রগুলোতে প্রবেশ করে প্রিজাইডিং অফিসারকে অভিযোগগুলো জানান। এরপর মানিক মিয়া স্কুলের অপরদিকের কাউনিয়া বালিকা বিদ্যালয় ঢুকতে চান তিনি। তখন নৌকার নেতাকর্মীরা হাতপাখার প্রার্থীকে বলেন, কয়েকজন ভেতরে ঢুকতে পারবেন। আপনারা সবাই ঢুকলে আমরাও ঢুকব। তখন হাতপাখার প্রার্থীসহ দলটির নেতাকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।
ফয়জুল করীমের অভিযোগ, কেন্দ্রে ঢুকতে চাইলে তাতে বাধা দেয় নৌকার লোকজন। তারপর আমরা ঢুকতে চাইলে আমাকেসহ নেতাকর্মীদের মারধর করে আহত করেন।
এদিকে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর উপর হামলার ঘটনাকে দুর্ঘটনা ও আকষ্মিক ঘটনা বলে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এ ঘটনা ছাড়া বরিশাল ও খুলনা দুই সিটি নির্বাচনের বাকী সব কিছু সুন্দর বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, ফয়জুল করিমের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১২ জুন) দুপুরে ঢাকার নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটের সবশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের অভিহিত করতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ওই ঘটনা দুর্ঘটনা, আকষ্মিক ঘটনা। ওই ঘটনা ছাড়া বাকী সব কিছু সুন্দর। হামলায় জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
ইসি আহসান হাবিব বলেন, সার্বিকভাবে ভোটের অবস্থা ভালো। ৩০ শতাংশ ভোট হয়েছে। দিন শেষে ৪০ শতাংশ হবে। বরিশালে র্যাব বিজিবিসহ সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকার কারণে ‘দুস্কৃতিকারীরা’ কারচুপির সুযোগ পাচ্ছে না জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, আমরা হ্যাপি। আমরা ফুটেজ দেখছি।
দুই সিটিতে দুপুর পর্যন্ত ৩০ শতাংশের মতো ভোট পড়েছে। দিন শেষে ৪০ শতাংশ ভোট পড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন এই নির্বাচন কমিশনার।
এসই/০১