সিলেট মিরর ডেস্ক
মে ২৮, ২০২৩
০৭:১০ পূর্বাহ্ন
আপডেট : মে ২৮, ২০২৩
০৮:০৫ পূর্বাহ্ন
‘এটিকেট এনসাইক্লোপিডিয়া’ বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়েছে। শনিবার রাজধানীর বনানীতে রিডিং ক্যাফেতে বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
যোগাযোগ বিশেষজ্ঞ এইচ এম আতিফ ওয়াফিক বইটি লিখেছেন। তিনি ইউনিভার্সিটি অব স্কলার্সে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্সফোর্ড স্কলার ববি হাজ্জাজ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস, যোগাযোগ বিশেষজ্ঞ সোলায়মান শুকন, স্কুল অব ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাতা হাসান মাহমুদ, এক্সিলেন্স বাংলাদেশ প্রতিষ্ঠাতা বেনজির আবরার, ওয়ান ইয়াং ওয়ার্ল্ড এর রাষ্ট্রদূত মিসেস আফরুজা তানজি, রিতুর প্রতিষ্ঠাতা শারমিন কবির, প্রেসক্রিপশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইশরাত নাহের ইরিনা, স্বপ্ন এর ক্রিয়েটিভ হেড ফাহিন আরাফিন প্রমুখ।
প্রকাশনা অনুষ্ঠানে নিজের বই নিয়ে বলতে গিয়ে লেখক এইচ এম আতিফ ওয়াফিক বলেন, ‘একটি সমাজে যেখানে আন্তঃব্যক্তিক সম্পর্ক ক্রমশঃ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বইটি সেই ব্যক্তিদের জন্য একটি অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে। বিশেষ করে আজকের স্কুল-কলেজ পড়ুয়াদের অনেক কাজে আসবে। বইটি পাঠকদের আধুনিক আচরণের সূক্ষ্মতা আয়ত্ত করতে সাহায্য করার জন্য ব্যবহারিক পরামর্শ এবং কার্যকরী টিপস প্রদান করে।’
এএফ/০১