সিলেট মিরর ডেস্ক
মে ২৪, ২০২৩
০৭:৪৫ অপরাহ্ন
আপডেট : জুন ০২, ২০২৩
০৭:৫৯ পূর্বাহ্ন
সিলেটের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তাদের পক্ষপাত মূলক বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।
বুধবার (২৪ মে) সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব, আব্দুস শহীদ লস্কর বশীর গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য, সিলেট মহানগর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল সংশয় প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- 'গত ২৩ মে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ কয়েক শত নেতাকর্মীরা শোডাউন করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করায় উদ্বেগ প্রকাশ করছি।'
'সে দৃশ্যের চিত্র জাতীয়, স্থানীয় পত্র পত্রিকা ও ইলেক্ট্রটনিক মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এতে প্রমাণিত হচ্ছে যে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় নিরপেক্ষ নয়। তাই আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমার মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠ হবে না। নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থীর আচরণবিধি লংঘনে আমি শংকিত।'
'এক্ষেত্রে নির্বাচন কমিশন সরকার দলীয় প্রার্থীর পক্ষে পক্ষপাতদুষ্ঠ বলে প্রতিয়মান হচ্ছে। এহেন অবস্থায় আমার ধারণা নির্বাচনকালীন সময় এবং নির্বাচনের দিন পর্যন্ত নির্বাচন কমিশন সরকার দলীয় প্রার্থীর সম্পূর্ণ নিয়ন্ত্রনে থাকবে।'
'এরুপ চলতে থাকলে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমি কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হলে শুধু সিলেট নয় জাতীয়ভাবে এর প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এজন্য সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে দায়ী থাকবে।'
'আমি আবারও নির্বাচনী পরিবেশ সুষ্ঠ ও নিরপেক্ষ রাখার জন্য সিলেট নির্বাচন কমিশনের প্রতি জোর দাবী জানাচ্ছি।'
এসই/০৬