নতুন রাষ্ট্রপতির জন্য প্রস্তুত বঙ্গভবন : আজ শপথ গ্রহণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২৩
০৮:২৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২৩
০৮:২৭ পূর্বাহ্ন



নতুন রাষ্ট্রপতির জন্য প্রস্তুত বঙ্গভবন : আজ শপথ গ্রহণ


দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। তাঁকে বরণ করে নিতে এরই মধ্যে সেজেছে পুরো বঙ্গভবন। সেই সঙ্গে উৎসব আমেজ আর সাজ সাজ রব বিরাজ করছে সর্বত্র। একই দিন বঙ্গভবন থেকে বিদায় নেবেন ২১তম রাষ্ট্রপতি হাওরাঞ্চলে জন্ম নেওয়া দেশের প্রবীণ রাজনীতিক মো. আবদুল হামিদ।

ঈদের ছুটির পরপরই এই শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হচ্ছেন মো. সাহাবুদ্দিন। সোমবার সকাল ১১টায় শপথ গ্রহণের সময় নির্ধারিত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মন্ত্রিপরিষদ সদস্য, বিচারক, সরকারি কর্মকর্তা ও কূটনীতিকরাও উপস্থিত থাকবেন। আর শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এদিকে, এবারেই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো রাষ্ট্রপতিকে বিদায়ী অভ্যর্থনা জানানো হবে। এ দিন রাষ্ট্রপতি আবদুল হামিদকে সামরিক কায়দায় আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হবে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, নতুন রাষ্ট্রপতির শপথের পর দুপুর সাড়ে ১২টায় আবদুল হামিদের বিদায় পর্ব শুরু হবে। প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট (পিজিআর) গার্ড অব অনার ও অভিবাদন জানাবে। সোমবার বঙ্গভবনের ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে বিদায়ী গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে তার বিদায় পর্ব শুরু হবে। পরে তাকে ফুলসজ্জিত একটি খোলা জিপে বঙ্গভবনের ফোয়ারা এলাকা থেকে প্রধান গেটের দিকে নিয়ে যাওয়া হবে। এরপর বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী রাষ্ট্রপতিকে বহনকারী জিপটিকে দড়ি দিয়ে বেঁধে সেটা টেনে নিয়ে যাবেন। এ সময় রাস্তার দুই পাশ থেকে ফুলের পাপড়ি ছিটানো হবে।

পরে প্রধান গেট থেকে ভিভিআইপি প্রটোকলে বিদায়ী যাত্রা করবেন আবদুল হামিদ। দীর্ঘ ১০ বছরের বঙ্গভবনের বসবাস ছেড়ে নিকুঞ্জে তৈরি নিজের নতুন বাড়িতে যাবেন। এরপর সেখানেই বসবাস করবেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, ২৪ এপ্রিলই রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন থেকে বিদায় নেবেন। আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে তাকে বঙ্গভবন থেকে বিদায় জানানো হবে। তিনি নিকুঞ্জের নিজ বাড়িতে উঠবেন।

দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালনের পর মেয়াদ শেষ করছেন মো. আবদুল হামিদ। সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ১৪ মার্চ ২০১৩ থেকে মো. আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২০ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে তিনি সেদিন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর ২২ এপ্রিল ২০১৩ তারিখে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হন।


এসই/০৬