নিজ প্রতিষ্ঠানের পাশে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৪, ২০২৩
০৭:৩৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২৩
১২:৫৪ পূর্বাহ্ন



নিজ প্রতিষ্ঠানের পাশে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ


নিজের গড়া প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (১৪ এপ্রিল) বাদ জুমা তাকে সমাহিত করা হয়। এর আগে নিজের গড়া প্রতিষ্ঠানে শেষবারের মতো আনা হয় প্রখ্যাত এই চিকিৎসকের মরদেহ।

গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের জনসাধারণ। শ্রদ্ধা নিবেদন শেষে জুমার নামাজের পর দুপুর ২টা ৩০ মিনিটে পিএইচএ মাঠে তার পঞ্চম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে সমাহিত করা হয়।

ডা. জাফরুল্লাহর মরদেহে শেষবারের শ্রদ্ধা জানান গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক (ভিপি নুর), বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন এবং ধামরাই পৌর মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবিরসহ জাতীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। খ্যাতিমান এই বুদ্ধিজীবী ও চিকিৎসক দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস‌্যাও দেখা দেয়।


এসই/০৯