সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৩
০৪:৩২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২৩
০৭:০২ অপরাহ্ন
রাজধানীর নবাবপুরের সুরিটোলায় টিনশেড গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন আশেপাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
আইয়ুব ভবনে টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করেছে বলে জানায় আইএসপিআর। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ২২ মিনিটের দিকে আইএসপিআরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে।
উৎসুক জনতার ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এএফ/০১