দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১২, ২০২৩
০৯:০২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২৩
০৯:০২ অপরাহ্ন



দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড


দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে মঙ্গলবার (১১ এপ্রিল)। এদিন রাত ৯টায় দেশে রেকর্ড ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) মো. শামীম হাসান ঢাকা মেইলকে এই তথ্য জানিয়েছেন।

এই কর্মকর্তা বলেন, আজ রাত ৯টায় পিডিবির রেকর্ড ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। যা এ যাবতকালের সর্বোচ্চ।

এর আগে গত বছরের ১৬ এপ্রিল সর্বেোচ্চ রেকর্ড ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। সেটাকে ছাড়িয়ে গেছে আজকের এই রেকর্ড।

প্রসঙ্গত, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র তিন হাজার ২৬৮। বিদ্যুৎ বিভাগ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

গত বছরের মাঝামাঝি সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অস্বাভাবিক হারে খরচ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে ছিল এলাকাভিত্তিক লোডশেডিং, দিনে এক-দুই ঘণ্টা লোডশেডিং, ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, সপ্তাহে এক দিন পেট্রোল পাম্প বন্ধ, রাত আটটার পর শপিং মল বন্ধ, সরকারি-বেসরকারি সভা ভার্চুয়ালি এবং অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমানো।

এরপর টানা কয়েক মাস বিদ্যুতের সমস্যায় ভুগতে হয় দেশবাসীকে। তবে শীতকাল চলে আসায় বিদ্যুৎ সমস্যা অনেকটা কেটে যায়। এছাড়া সরকারও বিদুৎ উৎপাদন বাড়ায়। বর্তমানে চাহিদা বাড়লেও সরকারের নানামুখী উদ্যোগের কারণে বিদ্যুৎ সংকট অনেকটা কেটে গেছে। 


এসই/০২