সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১২, ২০২৩
০২:২৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২৩
০২:২৮ পূর্বাহ্ন
ঈদুল ফিতর ও শবে কদরের মধ্যে একদিন (বৃহস্পতিবার) অফিস খোলা। এবার ঈদের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই দিন ছুটির কারণে এবার ঈদে টানা পাঁচ বা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। রোজা ২৯টি হলে পাঁচ দিন এবং ৩০ রমজান পূর্ণ হলে ছয় দিনের ছুটি পাবেন সরকারি-কর্মকর্তারা। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে ছয় দিনের ছুটি।
এর আগে সোমবার (১০ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে ২০ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
ঈদের পর আমাদের অফিস যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
এএফ/০২