সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ফের শুরু

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৫, ২০২২
০১:১০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২২
০১:৪১ পূর্বাহ্ন



সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ফের শুরু

ভোগান্তির সাড়ে ৭ ঘণ্টা পর সিলেট নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ফের স্বাভাবিক হতে শুরু করেছে। সিলেট বিভাগের সর্ববৃহৎ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, মীরাবাজার, শিবগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ফের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। 


আজ মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সিলেটের কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহের তথ্য পাওয়া যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে সিলেটের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসময় এলাকার মধ্যে শিবগঞ্জ, মীরাবাজার, মিরবক্সটুলা, চৌহাট্টা, কুয়ারপাড়, মধুশহীদ, হাউজিং এস্টেটসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবারহ শুরু হয়েছে।


এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন-

এএফ/০৫