কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৭, ২০২৪
০৩:২২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২৪
০৩:২২ অপরাহ্ন



কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী গ্রেপ্তার

কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী গ্রেপ্তার


এক কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ সংগীত শিল্পী এনামুল কবির রেবেলকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এনামুল কবির রেবেল জনপ্রিয় ব্যান্ড শিল্পী পপগুরু আজম খানের দলের সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদ।

তিনি বলেন, জব্দ আইসের মূল্য এক কোটি টাকা। আজ শনিবার দুপুরে রামপুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জিসি / ০৩