নবীগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৭, ২০২২
০১:৩২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২২
০১:৩২ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারের পাশে হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফিকুল কালিয়ারভাঙ্গা গ্রামের মো. জমিরুল মিয়ার ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘সকালে বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী ইমামবাড়ী বাজারের পাশে হাওরে কাজ করছিল সাফিকুল । বজ্রপাতে আহত হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতাল তৈরী করেছে।’
এএইচএম-০১/এএফ-০১