হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নবীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৩, ২০২২
০২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৩, ২০২২
০২:৫৪ পূর্বাহ্ন



হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের মাধবপুরে সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করা হয়। নিহত সুমন উপজেলার কড়রা গ্রামের আব্দুল হান্নানের পুত্র।

নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শুক্রবার (১২ আগস্ট) সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

নিহতের ছোট ভাই রাসেল মিয়া জানান, সুমন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করছিলেন। এ নিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সাথে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পার্শ্ববর্তী ব্যাঙ্গাডোবা গ্রামের কয়েকজন মাদক ব্যবসায়ী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে নোয়াপাড়া হাইস্কুল সংলগ্ন মাঠে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিরোধ কি নিয়ে ছিল তা জানা সম্ভব হয়নি, তবে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে । নিহত সুমনের বিরুদ্ধে মাধবপুর থানায় চারটি মাদক মামলা রয়েছে।


এএইচটি-০১/এএফ-০৫