হবিগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৫, ২০২২
১২:৫০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৫, ২০২২
১২:৫০ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুর থেকে ৫১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। র্যাব-৯ এর হবিগঞ্জের আভিযানিক দল বুধবার মাধবপুর উপজেলার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সুকুমার সরকার (৩১)। সে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানার বড়ইরি এলাকার বাসিন্দা সখিচরণ সরকারের ছেলে।
র্যাব জানায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৩ জুলাই মাধবপুর থানার এলাকায় অভিযান চালিয়ে সুকুমারকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী সুকুমার সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিএ-০৪