মাধবপুর প্রতিনিধি
মার্চ ১১, ২০২২
০৯:১৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ১১, ২০২২
০৯:১৪ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে বিদেশী মদ ও গাঁজাসহ পৃথক অভিযানে দুই যুবককে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার (১০ মার্চ ) উপজেলার তেলিপাড়া থেকে ১৫ বোতল বিদেশী মদসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের শামসুদ্দিনের ছেলে পারভেজ মিয়া (২৭) কে আটক করে।
এর আগে তেলিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মজিবুর রহমান চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামে অভিযান চালিয়ে মস্তু মিয়ার ছেলে মামুন মিয়া (২৪)কে ৪ কেজি গাঁজাসহ আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।
ও এম/বি এন-০১