কুলাউড়া প্রতিনিধি
মার্চ ১০, ২০২২
০৬:৩৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ১০, ২০২২
০৬:৩৬ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া চোলাই মদসহ রামভুজন গোয়ালা (৪৫) নামক এক ব্যবসায়ায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বুধবার (৯ মার্চ) রাতে উপজেলার ব্রাহ্মণবাজারের শমসেরনগর রাস্তার বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানকালে উপজেলার পূর্ব ব্রাহ্মণবাজার বাস কাউন্টারের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তল্লাশি করে ২টি কন্টেইনার ভর্তি ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, এসআই মো. নাজমুল হাসান ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।
জে এইচ/বি এন-০৩