সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০১, ২০২২
০২:৫৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২২
০২:৫৪ পূর্বাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ সোমবার (৩১ জানুয়ারি) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ক্ষুদে বার্তায় বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও তার সহধর্মিণী সেলিনা মোমেনের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
এর আগে ২০২০ সালের নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তখন নাইজারে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে অংশ নেওয়া বাতিল করতে হয় তাকে।
আরসি-১৪