রাজনগর প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২২
০৫:৩৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৬, ২০২২
০৫:৩৮ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক করেছ ডিবি।
শনিবার (১৫ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই আজিজুর রহমান নাইম ও এএসআই রাজিব ফোর্সসহ রাজনগর উপজেলার উত্তরবাগ ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে মোঃ আলী আছকর (৫৯) নামে এক মাদক কারবারিকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ।
গ্রেফতারকৃত মাদক কারবারি মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। তার কাছ থেকে উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ১৬,০০০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান,মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এসএফ/আরসি-০১