জালনোট প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

রাজনগর প্রতিনিধি


জানুয়ারি ১৪, ২০২২
০১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৪, ২০২২
০১:৪৩ পূর্বাহ্ন



জালনোট প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

রাজনগর উপজেলায় জালনোট প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই কর্মশালা আয়োজিত হয়।

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ও সোনালী ব্যাংক লিমিটেড, রাজনগর শাখার সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

সোনালী ব্যাংক রাজনগর শাখার ম্যানেজার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।

রাজনগর শাখার সিনিয়র অফিসার মামুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দুলন কান্তি চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) আবু তাহির মো. হাবিবুল্লাহ, সিলেট অফিসের উপপরিচালক শংকর চন্দ্র অলমিক প্রমুখ।

এসএফ/আরসি-১৯