জুড়ী প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২২
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১০, ২০২২
০৯:৩৮ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার জুড়ী থানার অভিযানে পরোয়ানাভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৯ জানুয়ারী) মধ্যরাতে থানার এএসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বেলাগাঁও থেকে জিআর ৫২/২১ এর পরোয়ানাভূক্ত আসামী জাহেদ আলী ওরফে জায়দুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাকৃতরা হলেন,জায়দুল ইসলাম বেলাগাঁও গ্রামের মৃত নূর মিয়ার ছেলে।
অপর একটি অভিযানে এএসআই জোসেফ আহমদ জি আর ১১২/২১ (জুড়ী) এর পরোয়ানাভূক্ত আসামী গোপাল মাদ্রাজী (৫৫) কে গ্রেপ্তার করেন। আসামী গোপাল মাদ্রাজী উপজেলার শিলুয়া চা বাগান এলাকার মৃত সামলু মাদ্রাজীর ছেলে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী বলেন, জুড়ী থানা পুলিশের পৃথক দুটি আভিযানিক দল জি আর মামলায় পরোয়ানাভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এইচ আর/বি এন-০৪