কমলগঞ্জে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ২৭, ২০২১
০২:০৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২১
০২:০৬ পূর্বাহ্ন



কমলগঞ্জে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

কমলগঞ্জে চা বাগানের পাহাড়ি ছড়া থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নয়ন পাশি শ্রীমঙ্গল উপজেলার বুড়বুড়িয় চা বাগানের বাসিন্দা। রবিবার (২২ ডিসম্বর) উপজেলার ফুলবাড়ি চা বাগানের একটি পাহাড়ি ছড়া তার লাশ উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানায় করা সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, নয়ন পাশি তার ইজিবাইকে শ্রীমঙ্গল থেকে তিনজন যাত্রী নিয়ে গত শনিবার বিকেলে কমলগঞ্জের মাধবপুর লেকের উদ্দেশ্যে আসার পর থেকে নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পর্যটক সেজে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের মাধবপুর লেকে আসার নাম করে ইজিবাইক ভাড়া করে তিন দুর্বৃত্ত ইজিবাইকের চালক নয়নকে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। 

রবিবার ফুলবাড়ি চা বাগান সূত্রে খবর পেয়ে কমলগঞ্জ থানার উপপরিদর্শক ফজলে এলাহী এ চা বাগানের একটি পাহাড়ি ছড়া থেকে নিখোঁজ ইজিবাইক চালক নয়ন পাশির লাশ উদ্ধার করেন। পরে নয়নের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ইজিবাইক চালক নয়নের লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে লাশ থানায় নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে যাত্রীবেশী দুর্বৃত্তরা চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়েছে।’

এসডিএস/বিএ-০২