হবিগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২১
০৯:৪৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২১
০৯:৪৭ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবল উপজেলার চক-সুকচর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা মেহরাব আল হক ফারিয়াম এর মৃত্যু হয়েছে। ফারিয়াম ওই গ্রামের মুন্না আখঞ্জীর ছেলে
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহরাব আল হক ফারিয়ামের বাবা মুন্না আখঞ্জীর সাথে দীর্ঘদিন ধরে সম্পতি ও বিভিন্ন বিষয়াধি নিয়ে বিরোধ চলে আসছে তার ভাই খালেদ আখঞ্জীর। এরই জেরে খােেলদ আখঞ্জী রাত ৯ টার দিকে ভাতিজা মেহরাব আল হক ফারিয়ামকে একা পেয়ে ছুরিকাঘাত করেন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়ামকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম।
এস আর/বি এন-০৬