রাজনগরে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকমল হোসেনকে অব্যাহতি

রাজনগর প্রতিনিধি


ডিসেম্বর ২৪, ২০২১
০৮:২৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৪, ২০২১
০৮:২৩ অপরাহ্ন



রাজনগরে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকমল হোসেনকে অব্যাহতি

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকমল হোসেনকে নৌকার বিপক্ষে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে অব্যাহতি দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকা প্রতীকের বিপক্ষে 'টেংরা ইউনিয়ন পরিষদ' নির্বাচনে অংশগ্রহণ করায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ (গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর গ-উপধারা অনুযায়ী) সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নির্দেশক্রমে অদ্য ২৩ ডিসেম্বর ২০২১ইং বৃহস্পতিবার আকমল হোসেনকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এর পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এস এফ/বি এন-০২