মৌলভীবাজার প্রতিনিধি
ডিসেম্বর ০৮, ২০২১
০৯:২০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৮, ২০২১
০৯:২৩ অপরাহ্ন
১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা মরণপণ লড়াই করে পাক হানাদার বাহিনীকে মৌলভীবাজার থেকে বিতাড়িত করে শত্রুমুক্ত করেছিল।
মুক্তিযোদ্ধাদের বহুমুখী লড়াই ও ভারত থেকে মুক্তি বাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাক বাহিনী ভীত হয়ে পড়ে।
অবস্থা বেগতিক দেখে ৮ ডিসেন্বর ভোরে মনুব্রীজ সহ বিভিন্ন স্থাপনা পাক বাহিনী ধ্বংস করে তারা পালিয়ে যায়। এর পর মুক্ত হয় মৌলভীবাজার শহর। উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।
মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষে (৮ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করে বিজয় মিছিল বের হয়ে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা মুক্তিযোদ্ধ কমান্ডার জামাল উদ্দিন সহ অন্যন্যরা।
মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় শহীদ মিনার এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবস উপলক্ষে সামাজিক ও রাজনৈতিক সংগঠন গুলো আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করেছে।
এস এইচ/বি এন-০৫