কমলগঞ্জে নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১

কমলগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২১, ২০২১
১০:২৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২১
১০:২৪ অপরাহ্ন



কমলগঞ্জে নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সরিষেরতলা নামক স্থান থেকে গত শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় ভারতীয় নাসির উদ্দীন বিড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রহমান গাজির নের্তৃত্বে পুলিশের একটি দল ১২ হাজার নিষিদ্ধ ভারতীয় নাসির উদ্দীন বিড়িসহ ফরিদ আলী (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের মাতাবপুর গ্রামের আবিদ আলীর ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রহমান গাজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ভারতীয় বিড়ি গাড়িযোগে পাচারকালে ১২ হাজার পিছ বিড়ি ও এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত নাসির উদ্দিন বিড়ির বাজারমূল্য ২৪ হাজার টাকা হবে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

এস ডি/বি এন-১১